টেট পাস ২০২২ ক্যান্ডিডেটদের নিয়ে চলে এল বিশাল বড়ো সুখবর! Primary Recruitment 2023 Interview

 


টেট পাস ২০২২ ক্যান্ডিডেটদের নিয়ে চলে বিশাল বড়ো সুখবর ,হতে পারে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ।এমনিতেই চাপের মধ্যে পর্ষদকে নিতে হয়েছিল টেট।এবং ইতিমধ্যে তার ফলাফল ও‌ প্রকাশিত হয়েছে।টেট ২০১৪ ও টেট ২০১৭ এর তুলনায় এবারের টেট একটু আলাদা।খুব স্বচ্ছতার সাথেই টেট নেওয়া হয়েছে বলে দাবি করেছেন।যার প্রশংসাও করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়।এখন চলতি নিয়োগ প্রকিয়া প্রায় শেষ হয়ে গিয়েছে।কিন্ত সুপ্রিম কোর্টের অর্ডারে সেটা স্থগিত করে দেওয়া হয়েছে।৮২ও ৮৩ মামলা ও B.ed vs D.ed এর রায় আসার পর‌ই এই ১১৫০০ ক্যান্ডিডেটস্ জয়েনিং করানো হবে।

এদিকে আবার টেট ২০২২ এও প্রশ্নভুল মামলা হয়েছে।বহু সংখ্যাক ক্যান্ডিডেটস্ এই প্রশ্নভুল মামলার সাথে যুক্ত হয়েছে।প্রথমে ৭টি প্রশ্ন নিয়ে মামলা করা হয়, এখন যেটা জানা যাচ্ছে প্রায় ২১টি প্রশ্ন নিয়ে মামলা হয়েছে।আইনজীবিরা মনে করছেন টেট ২০১৪ প্রশ্নভুল মামলার মতো জাজমেন্ট আসতে এত দেরি হবে না ৫,৬টা হিয়ারিং এর পর‌ই জাজমেন্ট আসবে।টেট ২০২২ থেকে প্রায় ১.৫ লক্ষ ক্যান্ডিডেটস্ পাস করে।টেট ২০১৪ ও ২০১৭ মিলিয়ে সেটা ২ লক্ষ হবার আশঙ্কা আছে।

৩২০০০ চাকরি বাতিল হবার পর্ষদ কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছিল।সেই পরিস্থিতির সুবিধা নিয়ে ২০২২ ক্যান্ডিডেটরা পর্ষদ ঘেরাও করে এবং চারির দাবিতে অনড় থাকে।পর্ষদের লোকরা তাদের আসস্থ করেন যে টেট ২০২২ খুব তাড়াতাড়ি নিয়োগ হবে।ইতিমধ্যে সমস্ত স্কুলগুলিতে শূন্যপদ যাচাই করন চলছে।যেটা জানা যাচ্ছে  এই বছর‌ই সমস্ত স্কুলগুলি তে পঞ্চম শ্রেনি যুক্ত করা হতে পারে।যাতে শূন্যপদ বিপুল পরিমান বৃদ্ধি হবার আশঙ্কা করা হচ্ছে।সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই মাসের শেষের দিকে না সেপ্টেম্বর মাসের প্রথম দিকে বিজ্ঞপ্তি  আসতে পারে।

শূন্যপদ এর সংখ্যা 

স্কুলগুলিতে পঞ্চম শ্রেনি যুক্ত হবার ফলে বিপুল পরিমান শূন্যপদ হবার সম্ভবনা।আশঙ্কা করা হচ্ছে প্রায় ৩০ হাজারের ও বেশি শূন্যপদ থাকবে বিভিন্ন জেলাগুলিতে।
হুগলি,হাওড়া,পূর্বমেদিনীপুর,কোচবিহার‌, বীরভূম উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে শূন্যপদ এর সংখ্য বেশি থাকবে।

ইন্টারভিউ প্রসেস 

১. পর্ষদের ওয়েবসাইট থেকে আ্যপলিকেশন করতে হবে।

২. আ্যপলিকেশনে যাবতীয় ডুকুমেন্টস আপলোড করতে হবে।

৩.আপনি যেই জেলাতে চাকরি করতে চান সেটি সিলেক্ট করতে হবে।

৪.আপনাকে ইমেলে পাঠানো ইন্টারভিউ কল লেটারটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।

৫.এরপর আপনি যে দিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিন সমস্ত অরজিনাল ডুকুমেন্টস আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে।

৬.এরপর আপনাকে ইন্টারভিউ প্রশ্ন করা হবে যেগুলির যুক্তিসহ যথাযথ উত্তর দিতে হবে।

৭.এরপর আপনার আ্যপটিউড টেস্ট নেওয়া হবে।

৮.ইন্টার প্রক্রিয়া শেষ হবার কিছুদিনের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট বের হবে।যেখানে আপনি জান্তে পারবেন         আপনার সিলেক্সন হল কি না।


নবীনতর পূর্বতন